ক্যাশলেস সোসাইটি ফর এডুকেশন
আমরা বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘’স্মার্ট এডুকেশন ইআরপি সফটওয়্যার’’ বর্তমান স্মার্ট বাংলাদেশের প্রেক্ষাপটে সময়ের দাবি। এই সিস্টেমটি মূলত আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপনাকে শতভাগ সহজ করবে।
কেননা পূর্বে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল তৈরি হতো হাতে-কলমে এবং শিক্ষার্থীগণ কলেজ কাউন্টার কিংবা ব্যাংকের কাউন্টারে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় করে প্রাতিষ্ঠানিক বিভিন্ন ফিস পরিশোধ করতো এবং অবশ্যই তা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল ( সকাল ১০ টা – বিকেল ৩ টা ) পর্যন্ত, কিন্তু এখন শিক্ষার্থীগণ ঘরে বসেই যেকোনো সময় তাদের মোবাইল ফোনের মাধ্যমের বিকাশ, রকেট, নগদ, ইন্টারনেট ব্যাংকিং, ডেভিড ও ক্রেডিটকার্ডসহ দেশের সকল অনলাইন পেমেন্ট চ্যানেলের মাধ্যমে ফিস পরিশোধ করতে পারে।
আধুনিকায়নের সকল দিক এবং দেশের যেকোনো সংকটে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই মূলত আমাদের ‘’স্মার্ট এডুকেশন ইআরপি সফটওয়্যার’’ উদ্ভাবন করা হয়েছে।সেই সাথে হাতের মুঠোয় সেবা পৌঁছে দিতে আমরা তৈরি করেছি শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপ।শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রমে নানাবিধ ঝুঁকি, সময়ের অপচয় এবং নারী শিক্ষার্থীদের হয়রানী রোধে আমাদের এই উদ্ভাবনী অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করি। সেই সাথে আমাদের এই উদ্ভাবন ক্যাশলেস সোসাইটি বিনির্মানের সারথি হবে বলে আমাদের দৃঢ়বিশ্বাস।